বুধবার ● ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ইত্যাদি
সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ইত্যাদি
মোঃ নুর আলম,সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশের সর্বদক্ষিনে সৌন্দর্যময় বৃক্ষভূমি সুন্দরবনের কোল ঘেষে গড়ে উঠা আকাশলীনায় বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদন মুলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানের কয়েকটি পর্ব, দর্শক উপস্থিতি ধারন অনুষ্ঠানে আকাশলীনা ইকো ট্যুরিজম্ দর্শকের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়। মঙ্গলবার বিকাল ৫টা থেকে অনুষ্ঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বেলা ২টা থেকে দর্শক আসতে শুরু করে পার্কের গেটের মুখে দীর্ঘ লাইন তৈরি হয়। জানা যায় সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে আকাশনীলা পার্কটিতে কয়েকশত নৌকায় কয়েক হাজার দর্শকের আগমনে ভরে যায় পুরো এলাকা। সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরে এবং তৎকালীন রাজা প্রতাপাদিত্যের ইতিহাস ঐতিহ্য সহ প্রধান প্রধান স্থানগুলি ধারন করে ইত্যাদির অনুষ্ঠানে উপস্থাপন করেন। হানিফ সংকেতের পরিচালনায় মনোমুগ্ধকর ষ্টেজ মাতানো অনুষ্ঠানে সুন্দরবনের ঐতিহ্য, সৌন্দর্য, সুন্দরবনের জীবনযাত্রার পটগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম অতিরিক্ত জেলা প্রশাসক আলহাজ্ব সৈয়দ ফারুক আহমেদ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাধারন মানুষের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয় পুরো এলাকা। এ সময় দর্শকে পরিপূর্ন হওয়ার পরেও অতিরিক্ত দর্শক নদীতে নেমে কাদা মেখে শত কষ্ট মেনে নিয়ে ইত্যাদি অনুষ্ঠানের দর্শক উপস্থিতি ধারনে উপস্থিত হন। এ সময় সাধারন দর্শকরা বলেন, সাতক্ষীরা জেলার ইতিহাস ঐতিহ্য এত বেশি যে আমাদের নিজেদেরও জানা নেই। যা আজ জানলাম বিশ্ব বাসীও জানবে। এই স্থানটি উপভোগের জন্য বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে গাড়ী যোগে উপভোগ করা যায়। এ সুযোগ অন্য কোন দর্শনীয় স্থানে নেই। ইত্যাদি অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত বলেন, ইত্যাদিতে উপস্থাপনা ও অনুষ্ঠান ধারনে এত দর্শকের সমাগম কোথাও দেখিনি।