বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরার নান্দুয়ালীতে নবগঙ্গা নদীর তীরের ৩০টি স্থাপনা উচ্ছেদ
মাগুরার নান্দুয়ালীতে নবগঙ্গা নদীর তীরের ৩০টি স্থাপনা উচ্ছেদ
মাগুরা প্রতিনিধি :
মাগুরা শহরের নান্দুয়ালী বাসস্টান্ড এলাকায় নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাগুরা সদরের এসি ল্যান্ড জাকির হোসেন।তবে এ উচ্ছেদ অভিযানের আগে কোন প্রকার নোটিশ না দেয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান- প্রায় ৩০বছর আগে থেকে মাগুরা শহরের নান্দুয়ালী বাসস্টান্ড এলাকায় নবগঙ্গা নদীর পাড় অবৈধভাবে দখল করে প্রায় ৩০টি দোকানঘর গড়ে ওঠে। জেলা প্রশাসনের খাস খতিয়ানভূক্ত ওই জমি দখল উচ্ছেদের জন্য আজ দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
তবে ওই এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন - কোন প্রকার নোটিশ ছাড়াই তাদেরকে হঠাৎ এসে উচ্ছেদ করা হয়েছে।