মঙ্গলবার ● ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » শ্যামনগরে বনজীবিদের দুইদিন ব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রশি ক্ষণের উদ্বোধন
শ্যামনগরে বনজীবিদের দুইদিন ব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রশি ক্ষণের উদ্বোধন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জে মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে ওয়াইল্ডটিমের আয়োজনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বনজীবিদের নিরাপত্তা বিষয়ক ও সচেতনতা বৃদ্ধিতে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ওয়াইল্ডটিমের কর্মকর্তা রুবাইয়েত হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ প্রশিক্ষণের উদ্বোধন করেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ মাকসুদ আলম। ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জ এর সিনিয়র ফিল্ড সুপারভাইজার আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনজীবি নুরমোহাম্মদ সরদার,জামিলা খাতুন,আমিনুর রহমান,রানী মন্ডল প্রমুখ। দুইদিন ব্যাপী প্রশিক্ষণে এক শত পাশ ধারী নারী-পুরুষ বনজীবিদের সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা,টেকসই উপায়ে বনজ সম্পদ আহরণ,বন আইন মেনে চলা,ক্ষতিপূরণ নীতিমালা,সুরক্ষা বার্তা সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানা যায়। আরও জানা যায় এই প্রথম পাশধারী নারী বনজীবিদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে ওয়াইল্ডটিম কর্মকর্তারা জানান।