মঙ্গলবার ● ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবীতে আল্টিমেটাম
পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবীতে আল্টিমেটাম
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবীতে পাইকগাছা নাগরিক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সংগঠনের পক্ষ থেকে এক সপ্তাহের আল্টিমেটাম ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে পৌর সদরস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী আজিজুল করিম, সাধারণ সম্পাদক গাজী সালাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, খুলনা বিভাগীয় চিংড়ি পোনা সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, চিংড়ি বিপনন সমবায় সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীন, মনহর চন্দ্র সানা, সামছুল হুদা খোকন, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাত আলী সরদার, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি শিবপদ মন্ডল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, কৃষ্ণ রায়, ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের উপদেষ্টা অমরেশ মন্ডল, সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মিথুন মধু, হেলাল উদ্দীন লোটাস, দিপংকর মন্ডল, উজ্জ্বল বিশ্বাস, রবিউল ইসলাম, খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি আন্দ্রীয় ডি রোজারিও ও শেখ আব্দুল হাফিজ। উল্লেখ্য, পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি থেকে আলমতলা পর্যন্ত প্রধান সড়কের ১৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। বর্তমানে মৌসুমের দু’দফা বর্ষায় সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচলে সাধারণ মানুষের চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। সড়ক সংস্কারের দাবীতে ইতোপূর্বে নাগরিক কমিটি মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করে। সর্বশেষ স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের প্রচেষ্টায় সংস্কারে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানাগেছে। এদিকে সাম্প্রতিক সময়ের অতিবর্ষনে চলাচলে সাধারণ মানুষের চরম দূর্ভোগের সৃষ্টি হওয়ায় সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবীতে মঙ্গলবারের অনুষ্ঠিত সভায় নাগরিক কমিটির পক্ষ থেকে এক সপ্তাহের আল্টিমেটাম ঘোষণা করা হয়। আগামী ২৮ মার্চ এর মধ্যে কাজ শুরু না হলে ২৯ মার্চ নাগরিক কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।