শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কয়রায় জাতীয় গণহত্যা দিবস পালিত
কয়রায় জাতীয় গণহত্যা দিবস পালিত
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা আ’লীগের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আ’লীগের দলীয় কার্য্যলয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পাকিস্থানী হানাদার বাহিনী রাতের আধারে নিরীহ, নিরস্ত্র বাঙ্গালীদের উপর ইতিহাসের বর্বরোচিত নৃশংস হত্যাকান্ড সংগঠিত করেছিল তারই প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে গণহত্যা দিবস পালন করা হয়। উপজেলা অ’লীগের সভাপতি জি,এম মোহসিন রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য করেন কয়রা উপজেলার আমাদী ইউপি চেয়ারম্যান আািমর আলী গাইন, সাবেক সহ-সভাপতি ও বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার পাড়, আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার, মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন লাভলু, সাবেক যুবলীগ সভাপতি ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উঃ বেদকাশি ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান কোম্পানী নুরুল ইসলাম।
সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি রোকনুজ্জামান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের সহ-সভাপতি ডাঃ ফজলুল হক, খগেন্দ্রনাথ মন্ডল, শাহাবুদ্দিন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গাজী আজিজুল হক, সাংগাঠনিক সম্পাদক বাহারুর ইসলাম, দপ্তর সম্পাদক সুজিত রায়, মহারাজপুর ইউনিয়ন সভাপতি দেবদাস রায়, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, বাগালী ইউনিয়ন সাধারন সম্পাদক আঃ সামাদ গাজী, মহেশ্বরীপুর সভাপতি ইব্রাহিম সানা, সদর সভাপতি জিয়াদ আলী, যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, কৃষকলীগের যুগ্ম আগবায়ক শাহাবাজ আলী, ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান দিদার ও সাধারন সম্পাদক আল-আমিন ইসলাম প্রমুখ।