শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত
পাইকগাছায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সন্ধ্যায় কপিলমুনি বদ্ধভূমিতে আলোক প্রজ্জলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মিহির বরন মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিত কুমার সরকার, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী ইশিতা এনাম রিতু ও আসির ফয়সাল। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক খালেকুজ্জামান, দীলিপ দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, অনিমেষ হরি, রহমত আলী, প্রদীপ শীল, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষার্থী আসির ফয়সাল, তাছফিন জামিল ও সোয়েব আকতার। অনুরূপভাবে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আ’লীগনেতা জি এম ইকরামুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, মোঃ শিয়াবউদ্দীন ফিরোজ বুলু, যুবলীগ নেতা গৌরাঙ্গ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কালাম আজাদ, ওলামালীগের মোঃ আঃ গফুর, যুবনেতা আজিজুল হাকিম, প্রদীপ মন্ডল। ইউপি সদস্য শিবপদ মন্ডলের সভাপতিত্বে দেলুটি মাধ্যমিক ও জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। বক্তব্য রাখেন, শিক্ষক মনোজ কুমার রায়, সুব্রত কুমার সানা, নীলাঞ্জনা রায়, নীলিমা বাছাড়, পবিত্র কুমার মন্ডল, রনজিত কুমার মন্ডল, ডাঃ দ্বিজেন্দ্র নাথ মন্ডল, আসিত কুমার রায়, আশিষ কুমার মন্ডল, চন্দন কুমার রায়, সিন্ধু কুমার রায়, ধ্র“বজ্যোতি বিশ্বাস, রবিউল ইসলাম, রবিউল ইসলাম, গীতা রানী রায়, তৃপ্তি সরকার ও বঙ্গলক্ষ্মি। সন্ধ্যায় বনানী সংঘ কার্র্যালয়ে সংঘের সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বক্তব্য রাখেন, শেখ শহিদুল ইসলাম বাবলু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, এ্যাডঃ মোজাফফার হাসান, অধ্যাপক নাথ বিষ্ণুপদ, মনোহর চন্দ্র সানা, জিএম ইমান আলী, সুনীল কুমার মন্ডল, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, জিএ রশীদ ও জামিনুর ইসলাম।