বুধবার ● ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন
পাইকগাছায় সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবীতে পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে স্মরণকালের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে একাত্বতা পোষন করে অংশগ্রহণ করেন ফসিয়ার রহমান মহিলা কলেজ, টাউন মাধ্যমিক বিদ্যালয়, ষোলআনা ব্যবসায়ী সমিতি, সবুজ মৎস্য খামার, সাফওয়ান এ্যাকোয়া কালচার লিমিটেড, চিংড়ি বিপনন সমবায় সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সুন্দরবন স্পোটিং ক্লাব, ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যাণ সমিতি, বাস মালিক সমিতি, খুলনা মটর শ্রমিক ইউনিয়ন, সড়ক পরিবহন শ্রমিক লীগ, কাঁকড়া ব্যবসায়ী সমিতি, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, পোনা ব্যবসায়ী সমিতি, মটর সাইকেল চালক সমিতি, রেন্ট-এ কার চালক সমিতি, মাছ ব্যবসায়ী সমিতি, বস্ত্র ব্যবসায়ী সংগঠন, কাঁচা বাজার ও পান ব্যবসায়ী সমিতি, পাদুকা ব্যবসায়ী সমিতি, কসমেটিক্স ও লেদার সমিতি, এ্যালুমিনিয়াম ব্যবসায়ী সমিতি, চাউল ব্যবসায়ী সমিতি, মুরগী ব্যবসায়ী সমিতি, মাইক্রো ষ্ট্যান্ড ড্রাইভার কল্যাণ সমিতি, এসএসবি সেন্টার ও টিডিআর সঞ্চয় ও ঋণদান সমিতি সহ প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান। নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, আলহাজ্ব মাসফিয়ার রহমান শুভ, শামছুল হুদা খোকন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি আব্দুল গফুর, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, প্রভাষক ময়নুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মিথুন মধু ও শিক্ষার্থী তাসফিয়া খাতুন। মানববন্ধনে বক্তারা দক্ষিণাঞ্চলের জনগুরুত্বপূর্ণ পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি থেকে আলমতলা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবী জানান। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে মানববন্ধন থেকে হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচীর আল্টিমেটাম দেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।