সোমবার ● ৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৩
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৩
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬টি কেন্দ্র ও ৪টি ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ২০জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ২৩ পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান।
কেন্দ্র সচিব মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা কলেজ কেন্দ্রে ২৯৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৮৯ অনুপস্থিত ৪, অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ১৬৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৬৬ অনুপস্থিত ২, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্রে ৩৬৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩৬৩ অনুপস্থিত ৩, উপজেলা সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা কপিলমুনি হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ২৮৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৮৮ অনুপস্থিত ১, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আর কে বি কে কেন্দ্রে ৩১৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩১২ অনুপস্থিত ৩, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য জানান, গড়ইখালী শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল কলেজ কেন্দ্রে ৩৮৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩৮৩ অনুপস্থিত ১, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী জানান পাইকগাছা আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৪৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৩৫ অনুপস্থিত ৯, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬১ পরীক্ষার্থী।