মঙ্গলবার ● ৪ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে শিক্ষার মান উন্নয়নে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের নানামুখি কর্মকান্ডকেশবপুরে শিক্ষার মান উন্নয়নে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের নানামুখি কর্মকান্ড
কেশবপুরে শিক্ষার মান উন্নয়নে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের নানামুখি কর্মকান্ডকেশবপুরে শিক্ষার মান উন্নয়নে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের নানামুখি কর্মকান্ড
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুরে শিক্ষার মান উন্নয়নে ও বর্তমান প্রজন্মকে শিক্ষিত করতে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন নানামুখি কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি উন্নত কেশবপুর উপজেলা গড়তে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন প্রতিবছর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, আসবাবপত্র, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ অব্যহত রেখেছেন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলি সড়কের পাশে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বাউন্ডারী নির্মাণ পর্যায়ক্রমে অব্যহত রেখেছেন। তাঁর অনুপ্রেরণায় উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া তিনি বিভিন্ন সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাও প্রদান করেছেন। বর্তমানে তিনি শিক্ষার মান উন্নয়নে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পরিদর্শন করছেন। তিনি ক্লাশে উপস্থিত হয়ে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করছেন এবং পাঠদানে শিক্ষকদের পরামর্শ দিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান গুলি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা, সময়মত খোলা ও সময়মত বন্ধের দিকে তিনি সজাগ দৃষ্টি রেখেছেন। এব্যাপরে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন উন্নত কেশবপুর উপজেলা গড়তে ও বর্তমান প্রজন্মকে শিক্ষিত করতে তাঁর সকল কর্মকান্ড পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।