মঙ্গলবার ● ৪ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিবিধ » তালায় ভ্রাম্যমান আদালতে ২ মাদক ব্যবসায়ীর সাজা
তালায় ভ্রাম্যমান আদালতে ২ মাদক ব্যবসায়ীর সাজা
ভ্রাম্যমান প্রতিনিধি-তালা
তালায় গতকাল ৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীর ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, সোমবার গভীর রাতে কপোতাক্ষ নদীর চর থেকে উপজেলা সদরের মোঃ আনছার মোড়লের পুত্র মোঃ আবুল হোসেন মোড়ল(৫৬) কে তালা থানা পুলিশের এস আই নাজমুল হুদা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার করে পরদিন মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফরিদ হোসেন ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই অপরাধে উক্ত তারিখে উপজেলার ভায়ড়া গ্রামের এলাহী বাক্স বিশ্বাসের পুত্র ওছমান বিশ্বাস(৩৫) কে শাহাপুর স্কুল সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এব্যাপারে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই দুই ব্যক্তি দীর্ঘদিন যাবত এই মাদকের ব্যবসা করে আসছে। তাদের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে।