শুক্রবার ● ৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরা তুমুল যুক্তিতর্কে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা
মাগুরা তুমুল যুক্তিতর্কে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি :
আলোর পিঠে যেমন অন্ধকার। তেমনী বিজ্ঞান প্রযুক্তির অপব্যবহার ও কিছু অন্ধকার দিক থাকলেও আমরা বিজ্ঞানের অবদানে নানাভাবে আলোকিত হই। তবে বিজ্ঞানের অবদানের কাছে এ আধাঁর খুবই নগন্য। মূলত বর্তমান বিশ্বে বিজ্ঞানের অবদান অস্বিকার করার উপায় নেই। বিজ্ঞানের অবদান ছাড়া আমরা এক মুহুর্তে চলতে পারিনা। শক্তিশালী রাষ্ঠ্র বা উন্নত জাতি গঠনে বিজ্ঞানের কোন বিকল্প নেই। আমরা নানাভাবে বিজ্ঞানের আবিস্কার ভোগ করছি। বিজ্ঞান প্রযুক্তির কল্যানে এখন গোটা বিশ্ব আমাদের হাতের মুঠোই চলে এসেছে। বিধায় উন্নত জাতি গঠনে বিজ্ঞানে কোন বিকল্প নেই। যে কারনে আমাদের বর্তমান প্রজন্মকে শিশুকাল থেকেই বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সমকাল আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতা ও তার বিষয়স্তুই সেই প্রয়াসের একটি অংশ। এ ধরনের আয়োজন শুধু বছরে একবার বা দুই-একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ঠে নয়। বিজ্ঞান মনোস্ক জাতি গঠনে প্রতিদিনই আমাদের বিজ্ঞান নিয়ে ভাবতে হবে, বিজ্ঞানের চর্চা করতে হবে। বির্তাকির্কদের এ ধরনের নানা যুক্তি-তর্ক ও বিচারকদের উপদেশ এর মধ্যে দিয়ে বৃহস্পতিবার মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার ৫ম আসর। সকাল ১০ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতা শেষ হয় বিকেল ৪ টায়। প্রতিযোগিতায় মোট ৮ টি স্কুলের বিতার্কিক অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নেয় ৬ টি দল। দলগুলো হচ্ছে-মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা শ্রভেচ্ছা প্রিপেটরী স্কুল, মাগুরা দুধমল্লিক বালিকা বিদ্যালয়, মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়। চরম প্রতিদ্বন্দিতাপূর্ণ সেমিফইনালে সরকারি বালিকা বিদ্যালয় শুভেচ্ছা স্কুলকে ও পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় সরকারি বালক বিদ্যালয়কে পরাজিত করে। সরকারি বালিকা বিদ্যালয় পুলিশ লাইনস স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তবে শুভেচ্ছা প্রিপেটরী স্কুল প্রানবন্ত ও অনেক ভাল যুক্তি-তর্ক উপস্থাপন করলেও নুন্যতম মর্কেসর ব্যবধানে তারা সেমিতে সরকারি বালিকার বিদ্যালয়ের কাছে পরাজিত হয়। সেরা বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাবিয়া সুলতানা রিয়া।
সমকাল মাগুরা জেলা প্রতিনিধি অলোক বোসের সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশ জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি, ছাড়াকার লিটন ঘোষ জয়ের সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অতিথি ও বিচারকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সিনিয়র সাংবাদিক হোসেন সিরাজ, সাংবাদিক শিক্ষক খান রকিবুল হক দিপু, কন্ঠবিথীর সভাপতি প্রভাষক খান মাজহারুল হক লিপু, প্রভাষক রেশমা বেগম, রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদ মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড, মোখলেছুর রহমান, ঘাতক দালাল নিমূল কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রুপক আইচ, অ্যাড. কাজি সিরাজ মিহির, বসুন্ধরা খাতার মাগুরা জেলা প্রতিনিধি ফরিদ হোসেন প্রমুখ।