শনিবার ● ৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খেলা » মাশরাফির জন্য বিভিন্ন পেশার মানুষের কালোব্যাজ ধারণ
মাশরাফির জন্য বিভিন্ন পেশার মানুষের কালোব্যাজ ধারণ
নড়াইল প্রতিনিধি
টি-২০ ক্রিকেটে মাশরাফি বিন মর্র্তুজাকে বহাল রাখার দাবিতে নড়াইলে বিভিন্ন পেশার মানুষ কালোব্যাজ ধারণ কর্মসূচী পালন করেন। ‘ক্রিকেটপ্রেমী নড়াইলবাসী’র উদ্যোগে আজ শনিবার (৮ এপ্রিল) দিনব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কালোব্যাজ ধারণ করেন। এছাড়া শহরে চলাচলরত অটোবাইকের চালক, যাত্রীসাধারণসহ পথচারীরাও কালোব্যাজ ধারণ করেন।
‘ক্রিকেটপ্রেমী নড়াইলবাসী’র ব্যানারে আন্দোলনরতরা জানান, শহরের আদালত চত্বর থেকে রূপগঞ্জ পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। এদিকে, টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্র্তুজাকে বহাল রাখার দাবিতে আগামিকাল রোববার (৯ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।