মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি » মাগুরায় প্রায় ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ করবে আশা
মাগুরায় প্রায় ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ করবে আশা
মাগুরা প্রতিনিধি :
মাগুরায় চলতি বছরে ৯০ হাজার সদস্যের মধ্যে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ করবে বে-সরকারি উন্নয়ন সংগঠন আশা। গতকাল মঙ্গলবার মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র মিলনায়তনে ব্যাঞ্চ ম্যানেজারদের সমন্বয় সভায় এ তথ্য জানান আশার সিনিয়র জেলা ম্যানেজার একরামুল হক। সভায় প্রধান আতিথি ছিলেন আশার জুনিয়র ডেপুটি ডাইরেক্টর সৈয়দ মঞ্জুর হোসেন। বক্তব্য রাখেন যশোর অঞ্চলের জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, আঞ্চলিক ম্যানেজার আবু জাফর প্রমুখ।
সভায় আশার সিনিয়র জেলা ম্যানেজার একরামুল হক জানান, আশার উপকারভোগী সদসদ্যদের মাঝে কৃষি, এ্যাগ্রো বিজনেস, দুগ্ধজাত গাভীর খামারসহ বিভিন্ন খাতে এ ঋণ বিতরণ করা হবে। এছাড়া আশা’র উপকারভোগী ২০০ জন সদস্যের মাঝে ৬ লাখ টাকা অফেরত যোগ্য চিকিৎসা অনুদান দেয়া হবে। এসব কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনসহ বিভিন্ন সেবামূলক কাজে সদসদের নানা ধরণের সহায়তা দিচ্ছে আশা।
সভায় মাগুরার ৩০ জন ব্যাঞ্চ ম্যানেজার, ৬ জন আঞ্চলিক ম্যানেজার, ফিল্ড অডিটরসহ ৩৮ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।