সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছায় কাঁকড়া মোটা তাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছায় কাঁকড়া মোটা তাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কাঁকড়া মোটা তাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্পের আওতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম, শহিদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভির আহমেদ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল, কাঁকড়া চাষী নির্মল চন্দ্র মন্ডল, রফিকুল ইসলাম, প্রদ্যুৎ কুমার রায়, মুজিবর রহমান, ইন্দ্রানী রায়, আজিজুল শরীফ, রাজিব গাইন, মৃণাল কান্তি বাছাড়, গৌরাঙ্গ বৈরাগী, কুমারেশ মন্ডল, রামপ্রসাদ মন্ডল, অনিমা রাণী মন্ডল, হাবিবুর রহমান, মিজানুর রহমান, প্রশান্ত কুমার, কিরণ গাইন, মিঠুন মিস্ত্রী ও প্রীতিশ কুমার মন্ডল। প্রশিক্ষণে এলাকার ২০জন কাঁকড়া চাষী অংশগ্রহণ করেন।