সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » সাগরদাঁড়িতে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভা
সাগরদাঁড়িতে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে সোমবার দলিতের হারচয়েস প্রকল্পের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ এবং শিক্ষা থেকে ঝরে পড়া হ্রাসের লক্ষ্যে স্থানীয় চেয়ারম্যান, নেতৃস্থানীয় ও ধর্মীয় ব্যাক্তিদের সাথে সচেতনতা বৃদ্ধিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। হরচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কানিজা কাদিরের সভাপতিত্বে ও ইউনিয়ন ফ্যাসালিলেটর অর্পনা রানী দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও দলিত হারচয়েস প্রকল্পের সহকারী পরিচালক বাসন্তি লতা দাস।