বৃহস্পতিবার ● ২০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কাঁকড়া মোটা তাজা করণ ও কুচিয়া চাষের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছায় কাঁকড়া মোটা তাজা করণ ও কুচিয়া চাষের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মৎস্য দপ্তরের উদ্যোগে কাঁকড়া মোটা তাজা করণ ও কুচিয়া চাষের উপর ৩ দিনের পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭-১৯ এপ্রিল কাঁকড়া মোটা তাজা করণ ও ২০-২২ এপ্রিল কুচিয়া চাষের উপর অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিনয় কুমার চক্রবর্তী। প্রশিক্ষক ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের গবেষণা কর্মকর্তা সমীর কুমার সরকার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহম্মেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল। উপস্থিত ছিলেন, চাষি অনুকূল ব্যানার্জী, রমেশ চন্দ্র মন্ডল, মলয় কুমার মন্ডল, অনিমা রানী মন্ডল ও ইন্দ্রানী রায়। পৃথক প্রশিক্ষণে ২০ জন কাঁকড়া চাষি ও ২০ জন কুচিয়া চাষি অংশগ্রহণ করেন।