বৃহস্পতিবার ● ২০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ডায়াবেটিস ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছায় ডায়াবেটিস ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ডায়াবেটিস ও চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।এ লক্ষে খুলনা বি এন এসবি চক্ষু হাসপাতাল, ন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন ও পাইকগাছা ডায়াবেটিস সমিতি বৃহস্পতিবার সকালে উপজেলার মৌখালী পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। মৌখালী ইউনাইটেড একাডেমীর সভাপতি আক্তারুজ্জামান সুজার সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাম্মাদ শেখ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আমির আলী গাইন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী। উপস্থিত ছিলেন ডাঃ প্রশান্ত মন্ডল, ডাঃ আবুল কালাম আজাদ, বনফুল চুমকি, রিয়েল, আলীগনেতা আবু হায়দার মোল্লা, শেখ গোলাম রব্বানি, মিজানুর রহমান, শ্রমিক নেতা শাহজান কবির, নুরুল ইসলাম, ইয়াসিন আলী, ফজলুল হক, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ও মেহেদী হাসান নান্টু। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার দুই’ শ জন ডায়াবেটিস ও চক্ষু রোগীকে বিনামূল্যে পরীক্ষা, চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় ।