শুক্রবার ● ২১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় উদযাপিত হচ্ছে কন্ঠবীথির সহস্রতম আবৃত্তি বৈঠক উপলক্ষে দিন ব্যাপি নানা উৎসব
মাগুরায় উদযাপিত হচ্ছে কন্ঠবীথির সহস্রতম আবৃত্তি বৈঠক উপলক্ষে দিন ব্যাপি নানা উৎসব
মাগুরা প্রতিনিধি॥ র্যালী, কেক কাটা, সুভ্যেনির এর মোড়ক উন্মোচন, আলোচনা সভার, স্মৃতি চারণ, আড্ডা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার মাগুরায় সহস্রতম সাপ্তাহিক আবৃত্তি বৈঠক উদযাপন করছে মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি। ‘অরুন যাত্রায় আমরা ক্লান্তিহীন’ এই শ্লোগান নিয়ে সহ¯্রতম বৈঠক উদযাপন উপলক্ষে আনন্দ আয়োজনের মধ্যে শুক্রবার সকালে আছাদুজ্জামান মিলনায়তন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। এর পরে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু। এর সংগঠনের সদস্য ও সুহৃদদের নিয়ে সংগঠনের সহ¯্রতম আবৃত্তি বৈঠক উপলক্ষে সুভ্যেনিরের মোড়ক উন্মোচন করেন জেলা পরিষদ চেয়ারম্যান। পরে সংগঠনের সভাপতি খান মাজহারুল হক লিপুর সভাপত্বি ও সাধারণ সম্পাদক অ্যাড. মোকলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলাপরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, মাগুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মিহির লাল কুরি, টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের আহবাক সাংবাদিক অলোক বোস, থিয়েটার ইউনিটের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। বিকালে স্মৃতিচারণ, সাংগঠনিক কর্মসূচির পর সন্ধ্যায় কণ্ঠবীথির শিল্পীদের পরিবেশনায় রয়েছে আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা। গত উনিশ বছর ধরে প্রতি শুক্রবার কণ্ঠবীথি নিয়মিত সাপ্তাহিক আবৃত্তি বৈঠকের পাশাপাশি নতুন প্রজন্মকে বাঙালি চেতনায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ভ’মিকা রাখছে।