শুক্রবার ● ২১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে কৃষকলীগের অফিসে তালা; নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা
কেশবপুরে কৃষকলীগের অফিসে তালা; নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলা কৃষকলীগের অফিসে কতিপয় ব্যক্তি তালা লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত জানান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট থেকে দলীয় কার্যালয়ের নীচের একটি কক্ষ নিয়ে বিগত ১ বছর যাবৎ কৃষকলীগের কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু গতকাল রাতের আধারে কতিপয় ব্যক্তি কৃষকলীগের অফিসে তালা লাগিয়ে দিয়েছে। এ ব্যাপারে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা জানান, দলীয় কর্মকান্ড পরিচালনার জন্য বিগত ১ বছর পূর্বে কৃষকলীগেরনেতৃবৃন্দকে দলীয় কার্যালয়ের নীচের একটি কক্ষ দেওয়া হয়েছিল এবং তারা সেখানে দলীয় কর্মকান্ড চালায়। কিন্তু অফিসটিতে তালা লাগিয়ে দেওয়ার অধিকার কারো নেই। তালা লাগানোর ঘটনা দুঃখজনক। তাঁরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে কৃষকলীগের অফিসে তালা লাগানোর ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম খান রবি, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু প্রমুখ।