শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে আধুনিক প্রযুক্তির মৎস্য চাষ বিষয়ক মতবিনিময় সভা
কেশবপুরে আধুনিক প্রযুক্তির মৎস্য চাষ বিষয়ক মতবিনিময় সভা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুরে আধুনিক প্রযুক্তির মৎস্য চাষ বিষয়ক এক মতবিনিময় সভা কেশবপুরে মেসার্স তানভির ট্রেডার্সের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তানভির ট্রেডার্সে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মুজাহীদের সভাপতিত্বে ও জেনারেল ম্যানেজার আব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ঘের ব্যাবসায়ী বিশ্বাস অহিদুজ্জামান ও তানভির ট্রেডার্সের প্রজেক্ট কর্ডিনেটর আব্দুল্লাহ আল নাহিদ। উল্লেখ্য কেশবপুরে মেসার্স তানভির ট্রেডার্স ময়মানসিংহের স্বর্ণলতা এ্যাগ্রো ফিসারিজ থেকে আধুনিক প্রযুক্তির উন্নত মানের দেশী শিং মাছ, দেশী মাগুর, কই, টেংরা, পাবদা, থাই পাংগাস ও মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যশোর, খুলনা, সাতক্ষীরা-সহ কয়েকটি জেলায় সরবরাহ করছে।