

শনিবার ● ২৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছা উপজেলা কে ভিক্ষুকমুক্ত ঘোষণা
পাইকগাছা উপজেলা কে ভিক্ষুকমুক্ত ঘোষণা
আফরা নাজলীন ॥
পাইকগাছাকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কল্পে উপজেলা প্রশাসন আয়োজিত ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ভিক্ষুকমুক্ত ঘোষণা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, রুহুল আমিন বিশ্বাস, শিক্ষক আশুতোষ কুমার মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৩৮১ জন ভিক্ষুককে উপকরণ সহায়তা হিসাবে সম্পদ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।