শনিবার ● ২৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় যুবলীগনেতা অনুপ ঘোষের লীজ ঘেরে লুটপাট
পাইকগাছায় যুবলীগনেতা অনুপ ঘোষের লীজ ঘেরে লুটপাট
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় যুবলীগনেতা অনুপ ঘোষের মৎস্য লীজ ঘেরে অবৈধ অনুপ্রবেশ করে তোবারক হোসেন ভুট্ট তার সংঘবদ্ধ সন্ত্রাসীদল দেশী অস্ত্র নিয়ে চাঁদাদাবী, মারপিট, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাত ১২টার উপজেলার বাইশারাবাদ লীজ ঘেরে। এ ঘটনায় অনুপ ঘোষ বাদী হয়ে উপজেলার মঠবাটী গ্রামের তারায় সরদারের পুত্র তোবারক হোসেন ভুট্ট (৩৫), শ্যাম নগর গ্রামের বাকের গাজীর পুত্র সাদ্দাম গাজী (৩২), গদাইপুর গ্রামের হামিদ মোড়লের পুত্র বাবু মোড়ল (২৫) সহ অজ্ঞাত নামা আরো ৬/৭ জনের নামে থানায় অভিযোগ করেছে।
ঘটনাসূত্রে জানাগেছে, শুক্রবার রাতে অনুপ কুমার ঘোর তার নিজ মৎস্য ঘেরের বাসায় ঘুমিয়ে ছিল। রাত ১২টার পর তোবারক হোসেন ভুট্টর নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসীচক্রটি ঘেরের বাসায় হানা দেয়। এ সময় সাদ্দাম গাজী অনুপের নিকট ১ লক্ষ টাকা চাঁদাদাবী করে তা না হলে ঘের থেকে চলে যেতে বলে। এ নিয়ে কথা কাঁটা কাটির মধ্যে সংঘবদ্ধ চক্রটি অনুপকে বেধড়ক মারপিট করতে থাকে। ওয়াপদার বেড়ীবাঁধের পর দাড়িয়ে থাকা ভুট্ট চিৎকার করে বলে ঘের থেকে চলে না গেলে শালাকে জানে মেরে ফেল। এ সময় সাদ্দাম, বাবু মোড়ল সহ ৫/৪ জন অনুপকে টেনে হেছড়ে ঘেরের বাঁধের বাইরে এনে ফেলে দেয়। এ অবস্থায় ঐ রাতেই অনুপ থানা উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে থানা অফিসার ইনচার্জ তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করে ঘেরে পুলিশ প্রেরণ করায় বড় ধরণের কোন অঘটনা ঘটেনি। তবে সু-চতুর তোবারক হোসেন ভুট্টর পুলিশ আসার সংবাদ পেয়ে ঘেরের বাসা ভাংচুর, বাসায় ক্যাশবাক্সে থাকা টাকা, চিংড়ি মাছ, জাল, টর্সলাইট, নেট সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে ঘের ছেড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, আইন শৃংখলা রক্ষায় পুলিশ সব সময় সচেষ্ট। অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় বাইশারাবাদ মৌজার মৎস্য লীজ মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এভাবে সন্ত্রাসীরা ঘেরে অনুপ্রবেশ করলে তারা মৎস্য উৎপাদনে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে আশংকা করছে। লীজ ঘের মালিকরা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন।