রবিবার ● ৩০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » কেশবপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করলেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক
কেশবপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করলেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে রবিবার দুপুরে সাগরদাঁড়ির মধুমঞ্চের সম্মুখে প্রধান অতিথি হিসাবে ভিক্ষুকদের পুর্নবাসনের মাধ্যমে কেশবপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষণা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীর ও যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবীর হোসেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা প্রাণী নস্পদ অফিসার ডাঃ আজিজ আল মামুন, সমবায় অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আলমগীর কবীর, উপজেলা সহকরী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী শুভাংকর বিশ্বাস প্রমুখ। এসময় উপস্থিত ভিক্ষুকরা হাত উঁচু করে আর ভিক্ষা করবেন না বলে শপাথ করেন।