রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা থানায় ওসি আমিনুল ইসলামের যোগদান
পাইকগাছা থানায় ওসি আমিনুল ইসলামের যোগদান
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মোঃ আমিনুল ইসলাম বিপ্লব। তিনি রোববার দুপুরে যোগদান করে ওসি (তদন্ত) এসএম জাবিদ হাসানের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় থানার পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওসি আমিনুল ইসলাম যশোর সদরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার সৈয়দ আহম্মদ আলী ও খোদেজা বেগমের ছেলে। তিনি ১৯৮৮ সালে সম্মিলনি ইনস্টিটিউশন থেকে এসএসসি, ১৯৯০ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাষ্টার্স পাস করেন। এরপর তিনি ২০০০ সালে বহিরাগত ক্যাডেট উপ-পুলিশ পরিদর্শক হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এসআই হিসাবে প্রথমে তিনি বাগেরহাট জেলা ও পরবর্তীতে খুলনা জেলায় কর্মরত ছিলেন। এরপর ২০১২ সালে পদোন্নতি পেয়ে ওসি(তদন্ত) হিসাবে সাতক্ষীরা জেলায় যোগদান করেন। ২০১৩ সালে তিনি অফিসার ইনচার্জ হিসাবে বাগেরহাটের মোংলায়, ২০১৪ সালে সাতক্ষীরার শ্যামনগর, ২০১৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর ও সবশেষে তিনি ঝিনাইদহের মহেশপুর থানায় কর্মরত ছিলেন। উল্লেখ্য ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সেকেন্ড অফিসার হিসাবে পাইকগাছা থানায় কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে ওসি আমিনুল ইসলাম দুই ছেলে সন্তানের জনক। বড় ছেলে ঐশিক (৭ম), ছোট ছেলে অর্ক দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়নরত রয়েছে ও স্ত্রী একজন সফল ব্যবসায়ী। যোগদানের পর তিনি এলাকা জঙ্গী, সন্ত্রাস ও মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।