সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির অতিরিক্ত জেলা প্রশাসকের পদে পদোন্নতি লাভ করায় শনিবার সন্ধ্যায় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধনা প্রদান প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায় ও মেহেদী হাসান জাহিদ, কোষাধ্যক্ষ উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বসু, সমাজকল্যাণ সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, সদস্য, শফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, শংকর দত্ত, অলোক বসু বাপী, জাকির হোসেন সবুজ, সাংবাদিক হারুনার রশিদ বুলবুল, শামীম রেজা প্রমুখ।
অপরদিকে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির অতিরিক্ত জেলা প্রশাসকের পদে পদোন্নতি লাভ করায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তাঁকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শষাহীনের সভাপতিত্বে ও ডাঃ আজিজুর রহমান লিটুর সঞ্চালনায় শনিবার দুপুরে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মাননা প্রদান প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি তানজিলা পিয়াস।