শুক্রবার ● ১২ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে দরিদ্র পরিবারের খরিদকৃত সম্পত্তি প্রভাবশালী কর্তৃক জবর দখল ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন
কেশবপুরে দরিদ্র পরিবারের খরিদকৃত সম্পত্তি প্রভাবশালী কর্তৃক জবর দখল ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের বেলকাটিতে দরিদ্র পরিবারের খরিদকৃত সম্পত্তি প্রভাবশালী কর্তৃক জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবে গতকাল বিকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বেলকাটি গ্রামের সেলিনা বেগম লিখিত বক্তব্য পাঠকালে বলেন, উপজেলার বেলকাটি মৌজায় ৮২ নং দাগে ৬৭ শতক জমির মধ্যে ১৩ শতক জমি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যে একই গ্রামের আকরাম হোসেন গংদের নিকট থেকে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর তিনি এবং আব্দুল খালেক বিশ্বাস ক্রয় করেন। কিন্তু একই গ্রামের বিএনপি নেতা আহম্মদ আলী বিশ্বাস ও তার পূত্র একাধিক নাশকতা মামলার আসামী আব্দুল আজিজ ও তার ভাই আব্দুল মাজিদ জোর পূর্বক উক্ত ১৩ শতক জমির মধ্যে ৬ শতক জমি জবর দখল করে ভোগ করে আসছে। বিভিন্ন সময় ৬ শতক জমি উদ্ধারের জন্য তারা সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরলেও কেউ জমি উদ্ধার করে দেননি। বরং স্থানীয় আওয়ামী লীগনেতা আব্দুল আহাদ আল বাহার জমি উদ্ধারের জন্য আমার নিকট একটি অত্যাধুনিক মোবাইল ফোন দাবী করেন। কিন্তু দারিদ্রতার কারণে মোবাইল ফোন দিতে না পারায় তিনি আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অপরদিকে এলাকার প্রভাবশালী ওলিয়ার মোড়ল, টিটো, কবির ও হাসান আমাদের জমি জবরদখলকারী আহম্মদ আলী বিশ্বাস গংদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে আমাদেরকে জমি উদ্ধার করতে দিচ্ছে না। এব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রভাবশালীদের নিকট থেকে দরিদ্র পরিবারের সম্পত্তি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউনুস বিশ্বাস ও কওছার আলী।