শুক্রবার ● ১২ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় অস্ত্র-গুলি সহ আটক- ১
পাইকগাছায় অস্ত্র-গুলি সহ আটক- ১
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় অস্ত্রসহ রূপক সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। আটক রূপকের চাউলের দোকানের পিছন থেকে ২টি পাইপ গান ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। থানা পুলিশ আটক রূপককে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করেছে। এদিকে অস্ত্রসহ আটক রূপক প্রতিপক্ষদের ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে রূপকের বোন কবিতা সরকার।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের গাংরখী বাজারে অভিযান চালিয়ে কয়রা থানার হড্ডা গ্রামের নিরোদ সরকারের ছেলে রূপক সরকার (৩৫) কে আটক করে। পরে রূপকের গাংরখী বাজারস্থ চাউলের দোকানের পিছন থেকে ২টি পাইপ গান ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ঘটনায় কোস্টগার্ড বাগেরহাট মংলার সিজি বেইস এর পিও এম শামসুল আলম বাদী হয়ে রূপককে আসামী করে পাইকগাছা থানায় অস্ত্র আইনে মামলা করেছে। যার নং- ২৫, তাং- ১১/০৫/২০১৭ ইং। এদিকে আটক রূপক প্রতিপক্ষদের ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেন রূপকের বোন কবিতা সরকার। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশিক বিশ্বাস জানান, আটক রূপকের বিরুদ্ধে বন আইনসহ একাধিক অন্যান্য মামলা রয়েছে। অস্ত্র মামলার বিষয়টি তদন্ত না করে বিস্তারিত বলা সম্ভব নয় বলে তদন্ত কর্মকর্তা জানান। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, শুক্রবার আটক রূপককে অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।