সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, দিবাকর বিশ্বাস, এসএম এনামুল হক, কেএম আরিফুজজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, প্রকৌশলী আবু সাঈদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুজন কুমার, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, একাডেমীক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, জাইকা প্রকল্পের উপজেলা ফ্যাসিলিলেটর আসমাউল হুসনা, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, ইউপি সদস্য প্রীতিলতা ঢালী ও কল্যাণী রানী মন্ডল। সভায় উপজেলার চরাভরাটি জমিতে বঙ্গমাতা সাফারি পার্ক স্থাপন, কপিলমুনি বাজার উন্নয়ন, কৃষি অধ্যুষিত এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধ করে মিষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে তরমুজ সহ কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি, টিআর কাবিখাঁ প্রকল্পের সুষম বন্টন, কাঁটাখালী থেকে বোয়ালিয়া পর্যন্ত ওয়াপদা রাস্তা সংস্কার, মিনহাজ ও খালিয়া-পারিশামারী নদী, হরিখালী-পারিশামারী খাল, নাছিরপুর খাল অবমুক্তকরণ, সকল বদ্ধ নদী ও পানি সরবরাহ খালের নেট-পাটা অপসারণ, মাধ্যমিক পর্যায়ে মাল্টিমিডিয়া ক্লাস বাস্তবায়ন, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ইউপি চেয়ারম্যানদের সুপারিশের ভিত্তিতে এফসিডিআই কার্যক্রম বাস্তবায়ন, অবমুক্তকরা নদী ও খাল থেকে অবৈধ উপায়ে মাছ ধরা বন্ধ সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।