সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছা উপজেলা পরিষদের প্রায় ৮ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা উপজেলা পরিষদের প্রায় ৮ কোটি টাকার বাজেট ঘোষণা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের ৭ কোটি ৮৬ লক্ষ ৩২ হাজার ২৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে উপজেলা পরিষদের মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লক্ষ ৮১ হাজার ৫শ টাকা। যার মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৯৮ লক্ষ ৫৬ হাজার ৫শ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ লক্ষ ২৫ হাজার টাকা। অনুরূপভাবে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯১ লক্ষ ২১ হাজার ৭৫৫ টাকা। যার মধ্যে রাজস্ব ব্যয় ১ কোটি ১৩ লক্ষ ৯৬ হাজার ৭৫৫ ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৭ লক্ষ ২৫ হাজার টাকা। উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, দিবাকর বিশ্বাস, এসএম এনামুল হক, কেএম আরিফুজজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।