মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় জিংক সমৃদ্ধ ব্রী ধান ৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরায় জিংক সমৃদ্ধ ব্রী ধান ৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি ॥
মাগুরায় জিংক সমৃদ্ধ ব্রী ধান ৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার খালিমপুরে হার্ভেস্ট প্লাস ও সিও এর সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
জিংক সমৃদ্ধ ব্রী ধান ৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরপ্রাপ্ত জেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহোল আমিন, সিও এর প্রোকেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম, স্থানীয় কৃষকরা। এ সময় ধান কাটা, মাড়াই ও ওজন করে দেখা যায় এ ধানের ফলন অন্যান্য ধানের তুলনায় অনেক বেশী। উপস্থিত কৃষি কর্মকর্তা ও বে-সরকারি সংস্থার প্রতিনিধিরা জানান, ব্রী ৭৪ ধানে ৫ থেকে ৬ শতাংশ পরিমান জিংক থাকে। মানুষের শরীরে জিংকের যে ঘাটতি থাকে এ ধানের ভাত খেলে এ ঘাটতি পুরন হয়। জিংকের অভাবে বাচ্চারা বেটে, কালা, বোবা ও স্বরণশক্তি লোপ পায়। আর এই ধানের ভাত খেলে বাচ্চাদের জিংকের ঘাটতি গুলো পুরন হয়ে যায়। এ ধান চাষে সেচ ও সারের পরিমান কম লাগে পাশাপাশি খেতে ভালো লাগে।
পরে কৃষক ও কৃষাণীদের নিয়ে এ ধানের গুনাগুণ সম্পর্কে স্থানীয় কৃষক মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।