মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » খুলনার ডুমুরিয়ায় পরীক্ষা হলে পরীক্ষার্থীকে পিটালো শিক্ষক
খুলনার ডুমুরিয়ায় পরীক্ষা হলে পরীক্ষার্থীকে পিটালো শিক্ষক
ডুমুরিয়া প্রতিনিধি ঃ
খুলনার ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে থাকা শিক্ষক এক পরীক্ষার্থীকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাময়িক ভাবে ওই শিক্ষককে ডিউটি থেকে বিরত রাখা হয়েছে।গত ২ মে ইসলামের ইতিহাস ১ম পত্রের পরীক্ষার দিন ডুমুরিয়া মহাবিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী সহ ১১জন ছাত্র শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন বানিয়াখালী মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ছাত্র বোরহান গাজী ডুমুরিয়া মহাবিদ্যলয় কেন্দ্রে ১০৬ নং রুমে পরীক্ষারত ছিলেন।এ সময় ডিউটিরত ডুমুরিয়া কলেজের প্রানী বিজ্ঞান বিভাগের শিক্ষক এসএম কামরুজ্জামান খোড়া অযুয়াতে ওই ছাত্রের কান-মাথাজাতা সর্বোচ্চ বল প্রয়োগ করে ৪/৫ টি থাপ্পড় মারে।এর ২০ মিনিট পর আবারো পিছন দিক থেকে থাপ্পড় মারতে থাতে,সর্বশেষ পরীক্ষা শেষের আধাঘন্টা পূর্বে কাছে মোবাইল ফোন আছে কিনা সে অযুয়াতে তাকে চার্জ করা হয়।এতে করে তাকে ছাত্র-ছাত্রীদের মধ্যে লাঞ্চিত সহ প্রায় একঘন্টা লিখা থেকে বিরত থাকতে হয়।ঘটনা প্রসংগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনে আরা বলেন সাময়িক ভাবে তাকে ডিউটি থেকে বিরত রাখা হয়েছে ।কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আশেক হাসান জানান পরীক্ষা শেষে তদন্ত পূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।