

বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বঙ্গমাতা টুর্ণামেন্টের খেলায় আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে নোয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হয়। অনুরূপভাবে বঙ্গবন্ধু টুর্ণামেন্টের খেলায় বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে হানিমুনকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, শোভা রায়, যতি শংকর রায়, ইসলামুল হক মিঠু, ঝংকর ঢালী, নয়ন কুমার শাহা। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, রবীন্দ্রনাথ রায়, নুরুজ্জামান, সেলিনা পারভীন, খলিলুর রহমান, শিক্ষক আলমগীর আলম, কাকলী দাশ, এসএম আমিনুর রহমান লিটু। ধারাভাষ্যে ছিলেন, শিক্ষক মহাসিন আজম, অনুপ কুমার ও এসকে আছাদুল্লাহ হক মিঠু।