বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে তিল চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
কেশবপুরে তিল চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৬-১৭ অর্থ বছরে চাষী পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বারি তিল-৪ চাষের উপর এক মাঠ দিবস বুধবার বিকালে বগা আর এন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বীজ প্রত্যয়ন অফিসার পরেশ চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অথিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুব্রত চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি ম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, স্থানীয় উপ-সহকারী কৃষি অফিসার নাছির উদ্দীন, তহমিনা খাতুন, চাষী রাশিদুল হক প্রমুখ।