বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাটকেলঘাটাসহ তালা উপজেলায় এবিএল স্কুলে ক্রীড়া ,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত
পাটকেলঘাটাসহ তালা উপজেলায় এবিএল স্কুলে ক্রীড়া ,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত
মো. রিপন হোসাইন, পাটকেলঘাটা ॥
বাংলাদেশ ইউনিসেফ’র অর্থায়নে ,বেসরকারী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেন বাস্তবায়নে ও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এবিএল স্কুল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্দোগে পাটকেলঘাটা সহ তালা উপজেলা ৭৮টি এবিএল স্কুলে ক্রীড়া ও সাংস্কুতিক প্রতিযোগিতা বুধবার ও বৃহস্পতি সকাল ৯টা হইতে দিনভর অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা এবিএল স্কুলে প্রায় ২২’শ ছাত্র-ছাত্রী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। উপজেলার জে,এনএ পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ও পারকুমিরা ফুটবল মাঠে ও কুমিরা হাইস্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংক্তৃতিক অনুষ্টানে উদ্বোধন করেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিশখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান,কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাগরণী চক্র ফাউন্ডেশন শিক্ষা প্রজেক্ট ডিরেক্ট্রর মোঃ ফিরোজ রহমান, জে,এন,এ পল্লিমঙ্গল মাধ্যমিক প্রধান শিক্ষিকা রুপালী রানী ঘোষ, প্রধান শিক্ষক শারমিন সুলতান, প্রজেক্ট্র কো-অডিনেটর নাজমা আক্তার ,সহকারী শিক্ষক হরেন্দ্র নাথ, জুলফিকার আলি,প্রোগাম অর্গানাইজার রেকসোনা বেগম প্রমুখ । প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতারন হয়।