বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » হাওড় অঞ্চলের দুগর্ত মানুষের খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে মাগুরায় র্যালী ,মানববন্ধন,জমায়েত ও আলোচনা সভা
হাওড় অঞ্চলের দুগর্ত মানুষের খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে মাগুরায় র্যালী ,মানববন্ধন,জমায়েত ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি ঃ
হাওড় অঞ্চলের দুগর্ত মানুষের খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে গতকাল বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে খাদ্য অধিকার ক্যাম্পেইন বিষয়ক র্যালী ,মানববন্ধন,জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
খাদ্য অধিকার বাংলাদেশ মাগুরা জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে । সকালে একটি র্যালী সদর উপজেলা পরিষদের থেকে শুরু হয়ে ভায়না হয়ে উপজেলার সামনে এসে শেষ হয় । সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান ,জেলা জেলে অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন , প্রফেসর আফজাল হোসেন , প্রভাষক নাছিমা শীলা ও তারিকুজ্জামান মুকুল প্রমুখ ।
সমাবেশে বক্তারা , অবিলম্বে হাওড় অঞ্চলের মানুষের জন্য সরকার ঘোষিত খাদ্য,অর্থ সহায়তা,কৃষি ঋণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান ।