শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » মাগুরায় মাদক ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত
প্রথম পাতা » নারী ও শিশু » মাগুরায় মাদক ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত
৫১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় মাদক ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

---

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিষয়ে  র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলোর ঠিকানা ফাউন্ডেশন এ র‌্যালী ও পথসভার আয়োজন করে।

সকাল ১০ টায় ঢাকা রোড আলোর ঠিকানা ফাউন্ডেশন কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার ঢাকা রোডে গিয়ে শেষ হয়। এর আগে শহরের ভায়নার মোড়া ও চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় আলোর ঠিকানা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আলমগীর শেখের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম নিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ গোলাম ত্বোহা, শিক্ষক ফারুক আহম্মেদ, শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, ফাহমিদা খাতুন, সমাজসেবিকা হাসি কুরি প্রমুখ।

সভায় বক্তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও সর্বস্তরের জনসাধারণকে উদ্দেশ্য করে জেলা থেকে চিরতরে ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধের ব্যপারে সহযোগিতা ও বিশেষ দৃষ্টি আকর্ষণ কামনা করাসহ যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দুরে থাকার আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)