রবিবার ● ২১ মে ২০১৭
প্রথম পাতা » প্রযুক্তি » কেশবপুরে ৪ দিন ব্যাপী ভূমি সেবা ও ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষন উদ্বোধন
কেশবপুরে ৪ দিন ব্যাপী ভূমি সেবা ও ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষন উদ্বোধন
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুর উপজেলার রাজস্ব প্রশাসনের আয়োজনে ও ঢাকা ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় ৪ দিন ব্যাপী ভূমি সেবা ও ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষন কর্মসূচী শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধন করা হয়েছে। যশোর জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও উপজেলা ভূমি সহকারী কমিশনার মুহাম্মদ কবীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার এস.এম.রইস উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোর্স পরিচালক মুহাম্মদ রেজায়ে রাব্বি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান। প্রশিক্ষণ অনুষ্ঠানে কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর উপজেলার ২৪ জন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন ভুমি কর্মকর্তা অংশ গ্রহণ করছেন।