রবিবার ● ২১ মে ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি » কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট রবিবার দুপুরে পরিষদের সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। বদলীর আদেশ প্রাপ্ত ইউপি সচিব খিতিশ চন্দ্র সরকারের পরিচালনায় ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ২ কোটি ২০ লাখ ৬৬ হাজার ২ শত ৭০ টাকা, ব্যায় দেখানো হয়েছে ২ কোটি ২০ লাখ ১৪ হাজার ২০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫২ হাজার ২ শত ৫০ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাগরদাঁড়ি ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বিদ্যানন্দকাট ইউপি সাবেক চেয়ারম্যান শামসুর রহমান, শিক্ষক আফছার উদ্দীন সানা ও শিক্ষক আব্দুল ওহাব। বক্তব্য রাখেন ডাঃ মকবুল হোসেন, ইউপি সদস্য জুলিয়া বেগম, মর্জিনা বেগম, হোসনেআরা বেগম, হাসিয়ার রহমান, ছোকানুর রহমান, বাবুর আলী, রবিউল ইসলাম, আসাদুজ্জামান, আব্দুস সামাদ, নিয়ামত আলী শেখ, মাহাবুবুর রহমান, জামশেদ আলী আনু প্রমুখ।