সোমবার ● ২২ মে ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি » গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সোমবার সকালে পরিষদের সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। ইউপি সচিব জাকির হোসেনের পরিচালনায় ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ২ শত টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ২ শত টাকা, এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ হাজার টাকা। গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অলোক চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে। আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহাবুবুল আলম দিপু, মঞ্জুরুল কাদের, প্রধান শিক্ষক আহসান হাবিব, গাজী সিদ্দিকুর রহমান, অরুণ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মোল্যা, জিল্যুর রহমান, সেলিম খান, দিপাংকর পাল দিপু, মাষ্টার ফরিদ আক্তার মিন্টু, ইউপি সদস্য মাজাহারুল ইসলাম প্রমুখ।