সোমবার ● ২২ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার হাফিজ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-সমাজসেবা সম্পাাদক মনোনীত
পাইকগাছার হাফিজ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-সমাজসেবা সম্পাাদক মনোনীত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার কৃতি সন্তান হাফিজুল ইসলাম হাফিজকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-সমাজসেবা সম্পাাদক পদে মনোনীত করা হয়েছে। গত রোববার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ও সভাপতি সাইফুর রহমান সোহাগ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে হাফিজকে এ পদে মনোনীত করা হয়। হাফিজ পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের শওকত আলী সরদার ও রাবেয়া বেগমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সকলের ছোট। হাফিজ ২০০৬ সালে কেডিএ শাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৮ সালে পাইকগাছা কলেজ থেকে এইচএসসি, ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ২০১৫ সালে মাস্টার্স পাস করেন। হাফিজ ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাইকগাছা কলেজ ছাত্রলীগের কর্মী ছিলেন। কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-সমাজসেবা সম্পাদক মনোনীত হওয়ার আগে হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য্যসেন হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি (সুন্দরবন) এর সাবেক সভাপতি ছিলেন। এদিকে হাফিজকে কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-সমাজসেবা সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, হাফিজের জন্মস্থান পাইকগাছার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।