বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলের পেড়লী ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় দুইপক্ষের সংঘর্ষে কালিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেনকে কুপিয়ে হত্যা
নড়াইলের পেড়লী ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় দুইপক্ষের সংঘর্ষে কালিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেনকে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আ’লীগের দুইপক্ষের সংঘর্ষে কালিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ সকাল ৯টার দিকে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। নিহত মোফাজ্জেল কালিয়ার পেড়লী গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৩ মে নড়াইলের পেড়লী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যা চেয়ারম্যান পদে বিজয়ী হন। এরপর আজ বৃহস্পতিবার সকালে পেড়লীর মহসিন মোড় এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা নৌকার প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় পাঁচজন আহত হন। পরে নৌকার সমর্থকেরা আ’লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থক কালিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেনসহ তার ছেলে সাদ্দাম ও ভাই শামীমসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে। পরে মোফাজ্জেল মারা যান। আহতদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। কালিয়া থানার ওসি শেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।