শুক্রবার ● ২ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ সাধারণ মানুষের সীমাহীন দূর্ভোগ
পাইকগাছায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ সাধারণ মানুষের সীমাহীন দূর্ভোগ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কারণে সীমাহীন দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পবিত্র রমজান মাসে লোডশেডিং এর কারণে চরম দূর্ভোগে পড়েছেন রোজাদাররা। প্রায় প্রতিদিন ইফতারী, তারাবীহ ও সাহ্রীর সময় বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এদিকে পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পল্লী বিদ্যুতের স্থানীয় জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের অপসারণের দাবীতে আজ শনিবার সকাল ১১ টায় পৌর বাজার চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচির আহ্বান করেছে পাইকগাছা নাগরিক কমিটি। নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, ইতোপূর্বে রমজান মাসে কোন সময় বিদ্যুতের এতো সমস্যা দেখা যায়নি। বিশেষ করে ইফতারী, তারাবীহ ও সাহরীর সময় কখনো বিদ্যুৎ যেতে দেখেনি। কিন্তু বর্তমান ডিজিএম যোগদান করার পর থেকে পাইকগাছা-কয়রায় প্রতিনিয়ত বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। প্রাকৃতিক দূর্যোগ কিংবা কারিগরী ত্র“টির কারণে প্রায় সময় দিন-রাত বিদ্যুৎ থাকে না। এ ছাড়া রমজান মাসের শুরু থেকেই রোজাদারদের প্রয়োজনীয় সময় বিদ্যুৎ থাকছে না। এতে করে ধর্মপ্রাণ রোজাদাররা চরম দূর্ভোগে পড়েছেন। পাশাপাশি বিদ্যুৎ বিপর্যয় ও ভয়াবহ লোডশেডিং এর কারণে ছেলে-মেয়েদের লেখাপড়া ব্যহত হওয়ার পাশাপাশি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য ও এলাকার উন্নয়ন কর্মকান্ড। এলাকার সাধারণ মানুষের অভিযোগ বর্তমান ডিজিএম যোগদান করার পর বিদ্যুৎ এর এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ রমজান মাসে বিদ্যুৎ নিয়ে তালবাহানা করছে। এ জন্য শনিবার সকালে পৌর সদরে নাগরিক কমিটির পক্ষ থেকে পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বর্তমান ডিজিএম’এর অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি আহ্বান করা হয়েছে বলে নাগরিক নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর জানিয়েছেন।