শনিবার ● ৩ জুন ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় চাকরী দেয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ : নির্বাহী আদালতে মামলা
পাইকগাছায় চাকরী দেয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ : নির্বাহী আদালতে মামলা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় চাকরী দেয়ার নামে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নেয়া সহ ২টি মামলায় সোলেনামার মাধ্যমে নিস্পত্তির অভিযোগ উঠেছে। মামলা প্রত্যাহার হলে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে মর্মে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল। ঘটনাটি উপজেলার দারুনমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দারুনমল্লিক ডি.এইচ.কে মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী পদের জন্য বিদ্যালয়ের দাতা সদস্য ভবরঞ্জন রায়ের পুত্র কিশোর কুমার রায়কে নিয়োগের আশ্বাস প্রদান করেন বিদ্যালয়ের সভাপতি পলাশ রায় এবং প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী। ইতিপূর্বে ম্যানেজিং কমিটি গঠণে অনিয়মের আশ্রয় গ্রহণ করায় দাতা সদস্য ভবরঞ্জন রায় পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেঃ ৭৬/১২ ও দেঃ ১৮৭/১৪ নং মামলা দায়ের করে। সভাপতি ও প্রধান শিক্ষক সুকৌশলে কিশোরকে চাকরী দেয়ার আশ্বাসে তার পিতার নিকট থেকে সোলের মাধ্যমে মামলা দুটি প্রত্যাহার করানো হয়। চাকরী বাবদ কিশোরের নিকট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নগদ গ্রহণ পূর্বক পত্রিকায় বিজ্ঞাপন দিলে কিশোর আবেদন করে। কিন্তু দুঃখের বিষয়, প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী ও সভাপতি পলাশ রায় গত ২৩ মে কিশোরের নিকট আরো ২ লাখ টাকা দাবী করেন। কিশোর উক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার চাকরী এবং প্রদেয় টাকা ফেরৎ দিতে পারবে না বলে সাপ জানিয়ে দেন। এ ঘটনায় কিশোর ও তার পিতা ভবরঞ্জন অনেকটা বিমূর্ষ হয়ে পড়েছে। দুটি মামলার সোলেতে চাকরী দেয়ার কথা উল্লেখ রয়েছে এবং উক্ত পদে মোটা অংকের বিনিময়ে অন্য প্রার্থীর নিয়োগ দেয়ার কথা রয়েছে। অবশেষে তারা কোন উপায়ন্তর না পেয়ে উক্ত পদে নিয়োগ বন্দের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।