রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় শালিসী বৈঠকে মৎস্যচাষীকে মারপিট করার অভিযোগ : ঘেরের বাসায় অগ্নিসংযোগ
পাইকগাছায় শালিসী বৈঠকে মৎস্যচাষীকে মারপিট করার অভিযোগ : ঘেরের বাসায় অগ্নিসংযোগ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মৎস্য ঘেরের মধ্য দিয়ে পানি সরবরাহের ক্যানেল তৈরী করাকে কেন্দ্র করে শালিসী বৈঠকে এক মৎস্য চাষীকে মারপিট করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শালিসী বৈঠকের পর মৎস্য চাষীর ঘেরের একটি বাসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মৎস্য চাষী থানায় অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গড়ইখালী গ্রামের মৃত মাসুদ হোসেন গাজীর ছেলে মুরাদ হোসেন গাজী (৩৫) বাইনবাড়িয়া মৌজায় বিভিন্ন জমির মালিকদের নিকট থেকে ২০১৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী রেজিস্ট্রি ডিডের মাধ্যমে ৪০ বিঘা জমির উপর মৎস্য চাষ করে আসছেন। মুরাদের ঘেরের মধ্য দিয়ে পানি সরবরাহের ক্যানেল তৈরী করাকে কেন্দ্র করে বাইনবাড়িয়া এলাকার মৃত নগেন্দ্রনাথ সানার ছেলে তেজেন্দ্রনাথ সানার সাথে মুরাদের গোলযোগ সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস শনিবার বিকালে ঘের সংলগ্ন এলাকায় শালিসী বৈঠক আহবান করেন। বৈঠক চলাকালীন সময়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে প্রতিপক্ষ আনন্দ মন্ডল মুরাদকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয় এবং প্রতিপক্ষের লোকজন তাকে মারপিট করে। এতে মুরাদের বাম হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন মুরাদকে চিকিৎসার জন্য ডাক্তারের নিকট নিয়ে গেলে এ সুযোগে দুর্বৃত্তরা মুরাদের ঘেরের একটি বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় রোববার মুরাদ হোসেন বাদী হয়ে আনন্দ সহ ৬ জনকে বিবাদী করে থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনাকাঙ্খিতভাবে ঘটনাটি ঘটেছে। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।