সোমবার ● ৫ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছা লোনাপানি কেন্দ্র এর বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা লোনাপানি কেন্দ্র এর বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা লোনাপানি কেন্দ্র এর বার্ষিক গবেষণা অগ্রগতি (২০১৬-১৭) পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা (২০১৭-১৮) প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পাইকগাছা লোনাপানি কেন্দ্র মিলনায়তনে পাইকগাছা লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রণজিৎ কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ.এম.আর.টি ডিসিপ্লিন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গাউসিয়াতুর রেজা বানু, বাগেরহাট চিংড়ী গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দীন আহম্মেদ, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা শামীম হায়দার, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম সরদার। কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন লোনাপানি কেন্দ্রের উপ-পরিচালক নিলুফা বেগম। গবেষণা প্রস্তাবনা উপস্থাপনা করেন লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ লুৎফর রহমান, ড. দিবাশীষ কুমার মন্ডল, ড. মিজানুর রহমান অসীম, ড. একেএম শফিকুল ইসলাম রুবেল, ড. মোল্লা এনএস মামুন সিদ্দিকী। কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, চিংড়ী চাষী, এনজিও প্রতিনিধি ও এলাকার সুধীবৃন্দ।