বৃহস্পতিবার ● ৮ জুন ২০১৭
প্রথম পাতা » কৃষি » শ্রীপুরে গম সংগ্রহ অভিযান উদ্বোধন
শ্রীপুরে গম সংগ্রহ অভিযান উদ্বোধন
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলা খাদ্য গুদামে গতকাল বৃহস্পতিবার সকালে গম সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানজিলুর রহমান উপস্থিত থেকে এ অভিযান উদ্বোধন করা হয়।
জানা যায়, চলতি বছরে শ্রীপুর উপজেলাতে ৭’শ ৮৪ মেঃটন গম সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি গম ২৮ টাকা দরে প্রকৃত কৃষকদের নিকট থেকে খাদ্য অধিদপ্তর ক্রয় করবে এবং একজন কৃষক ৫০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেঃটন পর্যন্ত গম খাদ্য গুদামে সরাসরি সরবরাহ করতে পারবে। ৩০ জুন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমতে শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানজিলুর রহমান উপস্থিত থেকে এ অভিযান উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, চেয়ারম্যান মসিয়ার রহমান, মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক এম,আর জিন্নাহ, বিশিষ্ট সমাজসেবক শিকদার কামাল হোসেন, কৃষক সিরাজুল ইসলাম ও কওছার আলী বিশ্বাস প্রমূখ।