বৃহস্পতিবার ● ৮ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মামলার আতংকে ৩০ পরিবার বাড়ি ছাড়া
মামলার আতংকে ৩০ পরিবার বাড়ি ছাড়া
মাগুরা প্রতিনিধি ॥ সুজন শেখ নামে এক বাস চালক খুন হবার ঘটনায় দায়ের হওয়া মামলায় গণ আসামী হবার আতংকে বাড়ি ছেড়েছে মাগুরা সদরের মালিকগ্রামের ৩০ পরিবারের সদস্যরা। কোন কোন পরিবারে নারী ও শিশু সদস্যরা ছাড়া কেউ নেই। কারো কারো বাড়ি পুরোপুরি তালাবদ্ধ।
এলাকার বাসিন্দা বক্কার মোল্যা জানান, ঘটনা সম্পর্কে কিছুই জানেন না তিনি। কিন্তু তাকে ৮ নম্বর আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাড়িতে না থাকতে পারায় বাড়িতে থাকা নারী শিশু মিলিয়ে ৫ সদস্যের পরিবার নিরাপত্তা হীনতায় যেমন ভুগছেন তেমনি ২৮ বিঘা জমির পেপে, ১০ একর জমিতে পাটসহ ২০ একর জমির কৃষি খামার হুমকীর মুখে পড়েছে।
ভুক্তভুগীরা জানান, মামলা আতংকে কমপক্ষে ৩০টি পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে। কোন কোন বাড়িতে নারী ও শিশু সদস্যরা পর্যন্ত থাকতে পারছেন না মামলা ও হামলার ভয়ে।
এলাকাবাসী খলিল মোল্যা, হারুণ মোল্যা, আনোয়ার মোল্যা জানান, ৫ বছরে এলাকায় ৪টি খুনের ঘটনা ঘটেছে। এসব খুনের ঘটনায় এলাকার অনেক পরিবার মামলায় পড়ে সর্বস্ব খুইয়েছে। বিশেষ করে ২০১৩ সালে এলাকায় একই সাথে ৩টি খুনের ঘটনা ঘটে। সেই ট্রিপুল মার্ডারে উভয় পক্ষে তাদের অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর লুটপাট হয়। দীর্ঘ ২ বছর এই ৩ খুনের মামলায় পড়া গণআসামীরা এলাকায় ফিরতে পারেনি। গত বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সবাই বাড়ি ফিরেছে। এর মধ্যে ৩ জুন সুজন শেখ নামে বাইরের এলাকার একজন বাস চালক মালিকগ্রাম বাজারে খুন হয়। এই খুনের ঘটনা ঘটে শুধুমাত্র ২জনের বিরোধকে কেন্দ্র করে। অথচ মামলা দেয়া হয়েছে অন্যদের নামে।
এ ব্যাপারে মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা হোসেন আল মাহবুব জানান, ৮জনের নামে মামলা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীকে আমরা আশ্বস্ত করেছি যে আতংক হবার কিছু নেই।