শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় বন্দুক যুদ্ধে বনদুস্য বাহিনী প্রধান রবিউল নিহত; অস্ত্র ও গুলি উদ্ধার
পাইকগাছায় বন্দুক যুদ্ধে বনদুস্য বাহিনী প্রধান রবিউল নিহত; অস্ত্র ও গুলি উদ্ধার
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা সংলগ্ন সুন্দরবনের গাংরখী হড্ডা খাল এলাকায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে বন্দুক যুদ্ধে রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম সানা (২৩) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২টি বিদেশী অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। নিহত রবিউল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার দাতিনাখালী গ্রামের মিজানুর রহমান সানার ছেলে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, শনিবার দুপুর ১টার দিকে পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী সুন্দরবনের গাংরখী হড্ডাখাল এলাকায় বনদুস্য রবিউল বাহিনীদের সাথে র্যাব- ৬ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার লেঃ কর্ণেল জাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-পুলিশের বন্দুক যুদ্ধ হয়। এ সময় র্যাব-পুলিশ ও বনদুস্যদের সাথে গুলি বিনিময়কালে বাহিনী প্রধান রবিউল ইসলাম নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে বনদুস্যদের ব্যবহৃত একটি বিদেশী এক নলা বন্দুক, একটি বিদেশী টু-টু বার রাইফেল, ২৭ রাউন্ড বন্দুকের কার্তুজ, ১৫ রাউন্ড রাইফেলের গুলি ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান।