মঙ্গলবার ● ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির স্মারকলিপি প্রদান
কেশবপুরে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির স্মারকলিপি প্রদান
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরের পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। চলতি বর্ষা মওসুমে বন্যা থেকে কেশবপুরের তিন লক্ষাধিক মানুষকে রক্ষার জন্য হরিহর নদী ও আলতাপোল খাল সংস্কারে দুর্নীতি তদন্ত ও নদী খাল সমূহ জরুরী ভিত্তিতে সংস্কারের দাবিতে ওই স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে ১৯ কিলোমিটার আপার ভদ্রা নদী, ১৫ কিলোমিটার হরিহন নদী, ১৫ কিলোমিটার বুড়িভদ্রা নদী খনন, সকল বিলে অপরিকল্পিত ঘের বেঁড়ি উচ্ছেদ ও সাম্প্রতিক ৪৯ লাখ টাকা ব্যয়ে হরিহর নদী সংস্কারের দুর্নীতির তদন্তসহ ৯ দফা দাবী উল্লে করা হয়েছে। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন কেশবপুর পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, শওকত হোসেন, তাপস কুমার দাস, ছাবিরুজ্জামান, অসিম দাস, সাজ্জাদুর রহমান প্রমুখ।