শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ১৫ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ছয়দিন পর পুলিশ পাহারায় অফিসে ফিরলেন গুদাম কর্মকর্তা
প্রথম পাতা » বিবিধ » ছয়দিন পর পুলিশ পাহারায় অফিসে ফিরলেন গুদাম কর্মকর্তা
৪২৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছয়দিন পর পুলিশ পাহারায় অফিসে ফিরলেন গুদাম কর্মকর্তা

---

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার সরকারি খাদ্যগুদামে ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতা ও তাদের সমর্থকদের চাপে ছয়দিন ধরে গম সরবরাহ বন্ধ রয়েছে।  সংগ্রহ অভিযানের মেয়াদ শেষ হয়ে আসলেও অচলাবস্তা না কাটায় কৃষকেরা  গম সরবরাহ করতে পারছেন না। এতে সংগ্রহের লক্ষ্যমাত্রা পূ রণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন থাদ্য বিভাগের কর্মকর্তারা।

অন্যদিকে, পুলিশ পাহারায় অফিসে ফিরেছেন  ছয়দিন পর গতকাল  বুধবার  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ বিশ্বাস। বিষয়টি সুরাহার জন্য উপজেলা প্রশাসন, খাদ্যবিভাগের কর্মকর্তরা স্থানীয় আওয়ামীলীগের কয়েকজন নেতার সাথে কয়েক দফা  বৈঠক করলেও কোন সমাধান হয়নি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত ৮ জুন  স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও তাদের সমর্থকদের সহযোগিতায়  কয়েকজন ব্যবসায়ি দশটি নসিমন ও ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত) বোঝাই  কয়েকশ মেট্রিকটন গম নিয়ে গুদামে  প্রবেশের চেষ্টা করেন। তাদের গম কিনতে গুদাম কর্মকর্তা অপারগতা প্রকাশ করলে উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় ওই কর্মকর্তা অফিস ছেড়ে চলে যান। ছয়দিন গম সংগ্রহ বন্ধ থাকার পর বুধবার তিনি অফিসে ফেরেন।   ।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে জানা গেছে, উপজেলায় এবার ৫৫৭ মেট্রিক গম সংগ্রহের লক্ষ্যমাত্রা র্নিারণ করে। গত ৩০ মে গম সংগ্রহ অভিযানের আন্ষ্ঠুানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম। ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করবে খাদ্য বিভাগ। ১৪ দিন পার হলেও সংগহ্র ৩০মেট্রিকটন গম সংগ্রহ করতে পেরেছেন তারা। জানা  গেছে, বুধবার সকাল থেকে সদরের খাদ্যগুদামের মূলফটকের সামনের সড়কে আবার গম বোঝাই ভ্যানের সারি দেখা গেছে। গুদামের মধ্যে লোকজন থাকলেও ভিতর থেকে তালা দেওয়া ছিল।    গুদাম এলাকায় কয়েকজন কৃষক জানান, ব্যাবসায়িরা এবার ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাদের সহযোগিতায়  এবার নসিমন-ভটভটি ছেড়ে ভ্যানে করে গম এনে কৃষক সেে সরবরাহের চেষ্টা করছেন। একাধিক ভ্যান চালকের কাছে গমের মালিকের নাম শুনলে তার ব্যবসায়িদের নাম বলেন। পরে সারা দিন অপেক্ষা করে ভ্যানগুলো বিকেলের দিকে আবার ফিরে যায়। উপজেলা খাদ্য গুদামের কার্যালয়ের ভিতরে ও বারান্দায় এএসআই আনোয়ারের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্যকে সশস্ত্র অবস্থান করতে দেখা গেছে। কৃষকদের অভিযোগ, প্রকৃত কৃষকেরা গম সরবরাহ করতে পারছেন না। স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও তাদেও সমর্থকদের প্রত্যক্ষ সহযোগিতায় গম সরবরাহ করছেন ব্যাবসায়িরা। বাজার দরের চেয়ে সংগ্রহ মূল্য বেশি হওয়ায় লাভের পুরোটাই ভাগ করে নিচ্ছেন তারা।

খোঁজ নিযে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন  হাটবাজারে প্রতি কেজি গম বিক্রি হচ্ছে ২১ থেকে ২২ টাকায়। আর সরকার প্রতি কেজি গম কৃষকের কাছ থেকে ২৮ টাকা ৫০ পয়সা দরে সংগ্রহের ঘোষণা দিয়েছে। প্রতি কেজি গমে তাদের লাভ হচ্ছে ৬ থেকে ৭ টাকা। এই লাভই কৃষকের জন্য কাল হয়ে দাড়িছে। লাভের টাকা পকেটে নিতে ব্যাবসায়িদের কাধে ভর করে দৌড়ঝাপ শুরু করেছেন স্থানীয় ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী।

কৃষকদের অভিযোগ, উপজেলায় লক্ষ্যমাত্রার ৫৫৭ মেট্রিক টন গম সংগ্রহ করে লাভ করবেন  অন্তত ৩০ লাখ টাকা। এ লাভের টাকা পৌছে যাবে কিছু রাজনীতিক ব্যাবসায়িসহ একাধিক ব্যক্তির পকেটে। ধান-চাল সংগ্রহের কোন লক্ষ্যেমাত্রাই পূরণ না হলেও গম সরবরাহ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তারা জানান।

বালিদিয়া  গ্রামের গমচাষী আরিফুল  ইসলাম, সদরের কবির হোসেন, দীঘার আলমগীর হোসেন জানান, ‘প্রকৃত কৃষকেরা  গুদামে গম সরবরাহ করতে না পারায়  সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম দামে বাজারে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে গম বিক্রি করতে বাধ্য হচ্ছেন।’মহম্মদপুর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান,‘কৃষকেরা দিনভর অপেক্ষা করছেন গম নেওয়া হচ্ছে না।’ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ঈদুল শেখ জানান, ‘প্রকৃত কৃষকদের বাদ দিয়ে ব্যবসায়িদের কাছ থেকে গম সংগ্রহ করা হচ্ছে।’এপ্রসঙ্গে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ বিশ্বাস  ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ’ক্ষমতাসীন দলের কয়েকজন স্থানীয় নেতাকর্মী ব্যাবসায়িদের কাছ থেকে গম নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। গুদাম এলাকায় যাতে করে কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এজন্য এ পুলিশ আনা হয়েছে।’মহম্মদপুর থানার ওসিমো. তরীকুল ইসলাম বলেন,‘নির্বাহী অফিসারের (ইউএনও) পরামর্শে খাদ্যগুদাম  ও কার্যালয়ে পুলিশ অবস্থান নিয়েছে।’মাগুরা  জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: রেজাউল ইসলাম বলেন, ‘নানামুখী চাপে আমরা কৃষকের কাছ থেকে গম সংগ্রহ করতে পারছি না। তবে আমরা সমাধানের চেষ্টা করছি।’

এবিষয়ে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম বলেন, ‘ প্রকৃত কৃষকেরা যাতে গম দিতে পারেন এ  বিষয়টি সমাধানের জন্য চেষ্টা চলছে।’





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়
উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন
খুলনায় দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত
কয়রায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন কয়রায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন
পরিবারের স্বচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে লাশ ফিরলেন  নাজিমুদ্দিন পরিবারের স্বচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে লাশ ফিরলেন নাজিমুদ্দিন
এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩ এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩
মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)